দিনাজপুর: প্রধানমন্ত্রীর নেতৃত্বে বর্তমানে শতভাগ শিশু স্কুলমুখী হয়েছে বলে মন্তব্য করেছেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি।
বুধবার (১ জুন) সকালে সেতাবগঞ্জ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, আধুনিক বিশ্বের সঙ্গে কাঁধে কাঁধে মিলিয়ে এগিয়ে যেতে হলে আমাদের আগামী প্রজন্মকে সু-শিক্ষায় শিক্ষিত করে দেশের কল্যাণে কাজে লাগাতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমানে শতভাগ শিশু স্কুলমুখী হয়েছে। বর্তমানে বিনামূল্যে বই বিতরণ, উপবৃত্তি প্রদানসহ বিভিন্ন পদক্ষেপের কারণে এটা সম্ভব হয়েছে। আমরা যদি প্রধানমন্ত্রীর মত শিক্ষার্থীদের মানবিকভাবে প্রস্তুত করতে পারি তাহলে এদেশকে আর কেউ পিছিয়ে রাখতে পারবে না।
অনুষ্ঠানে বোচাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ছন্দা পালের সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক মোফাজ্জল হোসেন মিনুর সঞ্চালনায় সভায় দিনাজপুর শিক্ষা অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী এসএম শাহিনুর ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বনাথ রায় প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় উপস্থিত ছিলেন সেতাবগঞ্জ পৌরসভার মেয়র আসলাম, উপজেলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সৈয়দ হোসেন, সাধারণ সম্পাদক আফছার আলী প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, জুন ০১, ২০২২
কেএআর