ঢাকা, রবিবার, ২ আষাঢ় ১৪৩১, ১৬ জুন ২০২৪, ০৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

গাইবান্ধায় প্রাথমিকের ১৭ প্রার্থী বহিষ্কার, ১৩ জনকে কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩২ ঘণ্টা, জুন ৩, ২০২২
গাইবান্ধায় প্রাথমিকের ১৭ প্রার্থী বহিষ্কার, ১৩ জনকে কারাদণ্ড

গাইবান্ধা: গাইবান্ধায় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ১৭ প্রার্থীকে বহিষ্কার করা হয়েছে। কারাদণ্ড দেওয়া হয়েছে ১৩ প্রার্থীকে।

জানা গেছে, শুক্রবার (০৩) জুন সকাল সাড়ে ১০ থেকে শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত গাইবান্ধায় ২৩টি কেন্দ্রে  প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর মধ্যে তিনটি কেন্দ্রে পরীক্ষায় অসদুপায় অবলম্বন করেন ৩০ প্রার্থী। তাদের মধ্যে ১৩ জন পরীক্ষার হলে ইলেক্ট্রনিক ডিভাইস ব্যবহার করেন।

রাতে এসব বিষয়ে কথা বলতে গেলে গাইবান্ধা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হোসেন আলী জানান, ৩০ প্রার্থীর মধ্যে ১৭ জন বিভিন্ন অসদুপায় করেন, ১৩ জন ডিভাইসের ব্যবহার করেন। তাই ডিভাইস ব্যবহারকারীদের আটক করি বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। বাকিদের বহিষ্কার করা হয়েছে।

এবার গাইবান্ধায় প্রাথমিক নিয়োগ পরীক্ষায় অংশ নিয়েছিলেন সদর, গোবিন্দগঞ্জ,পলাশবাড়ী উপজেলার ১১ হাজার ৩৩৮ জন প্রার্থী।

বাংলাদেশ সময়: ২২৩০ ঘণ্টা, ৩ জুন, ২০২২
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।