ঢাকা, মঙ্গলবার, ২১ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৪ জুন ২০২৪, ২৬ জিলকদ ১৪৪৫

জাতীয়

সীতাকুণ্ডের ঘটনায় লর্ড তারিক আহমেদের শোক

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৯ ঘণ্টা, জুন ৫, ২০২২
সীতাকুণ্ডের ঘটনায় লর্ড তারিক আহমেদের শোক

ঢাকা: সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নে বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণে হতাহতের ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন যুক্তরাজ্যের কমনওয়েলথ, জাতিসংঘ ও দক্ষিণ এশিয়া বিষয়ক প্রতিমন্ত্রী লর্ড তারিক আহমেদ।

রোববার ( ৫ জুন) এক টুইটা বার্তায় তিনি এই শোক প্রকাশ করেন।

এতে তারিক আহমেদ বলেন, বাংলাদেশের চট্টগ্রামে কনটেইনার ডিপোতে মর্মান্তিক অগ্নিকাণ্ডের প্রতিবেদন দেখে মর্মাহত ও দুঃখিত। আমি ক্ষতিগ্রস্ত সবার প্রতি গভীর সমবেদনা জানাই।

এছাড়া ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডিকসনও সীতাকুণ্ডের কনটেইনার ডিপোতে বিস্ফোরণে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

উল্লেখ্য, শনিবার (৪ জুন) রাত সাড়ে ১০টার দিকে সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নে বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়। এ ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ৪৯ জনে পৌঁছেছে।

বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘণ্টা, জুন ৫, ২০২২
টিআর/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।