ঢাকা, বৃহস্পতিবার, ১৯ বৈশাখ ১৪৩১, ০২ মে ২০২৪, ২২ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে ফরিদপুরে প্রস্তুতিমূলক সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৭ ঘণ্টা, জুন ৬, ২০২২
পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে ফরিদপুরে প্রস্তুতিমূলক সভা

ফরিদপুর: ফরিদপুরে পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভার আয়োজন করা হয়েছে।  সোমবার (৬ জুন) সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ প্রস্তুতিমূলক সভার আয়োজন করা হয়।

ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকারের সভাপতিত্বে এসময় বক্তব্য দেন-ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান, জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বিপুল ঘোষ, ফরিদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী।  

এসময় ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শওকত আলী জাহিদসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সভায় বক্তরা বলেন, অনুষ্ঠানে বর্তমান সরকারের সাফল্যের মধ্যে একটি মহান সাফল্য পদ্মা সেতু নির্মাণ সম্পন্ন করা। আগামী ২৫শে জুন এটি উদ্বোধনের মধ্য দিয়ে রাজধানী ঢাকার সঙ্গে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোর সংযোগের মধ্যে দিয়ে দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে বলে সর্বস্তরের জনগণ মনে করে।

বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, জুন ০৬, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।