ঢাকা, সোমবার, ২৩ আষাঢ় ১৪৩১, ০৮ জুলাই ২০২৪, ০০ মহররম ১৪৪৬

জাতীয়

গুলশানে মিলল ডিবিসি নিউজের প্রযোজকের লাশ

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৯ ঘণ্টা, জুন ৮, ২০২২
গুলশানে মিলল ডিবিসি নিউজের প্রযোজকের লাশ আব্দুর বারী

ঢাকা: রাজধানীর গুলশান থেকে ডিবিসি নিউজের জ্যেষ্ঠ প্রযোজনা নির্বাহী আবদুল বারীর ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৮ জুন) সকালে তার মরদেহ উদ্ধার করা হয়।

 এ তথ্য নিশ্চিত করেছেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান।

তিনি জানান, হাতির ঝিলের পাড়ে পুলিশ প্লাজার পাশের পার্কের লেকের পাড়ে আবদুল বারীর ক্ষত-বিক্ষত মরদেহ পড়ে ছিল। খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আবদুল বারী ডিবিসি নিউজের প্রযোজক ছিলেন বলে জানিয়েছে পুলিশ।  মরদেহ ও আলামত দেখে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, এটি একটি হত্যাকাণ্ড। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়না তদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

জানা গেছে, আবদুল বারী ডিবিসি নিউজের অনুষ্ঠান বিভাগের প্রযোজক ছিলেন। মঙ্গলবার (৭ জুন) তার সাপ্তাহিক ছুটি থাকায় তিনি অফিসে যাননি। বারীর গ্রামের বাড়ি সিরাজগঞ্জ সদরে। তিনি মহাখালীতে ব্যাচেলর হিসেবে একটি মেসে থাকতেন।

বাংলাদেশ সময়: ১০৩৭ ঘণ্টা, জুন ০৮, ২০২২/আপডেট:১১৫১ ঘণ্টা
এজেডএস/পিএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।