ঢাকা, রবিবার, ২০ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

শিক্ষার্থীদের দখলে বাংলামোটর চৌরাস্তা, যান চলাচল বন্ধ

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৩ ঘণ্টা, জুলাই ৭, ২০২৪
শিক্ষার্থীদের দখলে বাংলামোটর চৌরাস্তা, যান চলাচল বন্ধ

ঢাকা: কোটা বিরোধী বিক্ষোভের অংশ হিসেবে আন্দোলনকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবার রাজধানীর বাংলামোটর মোড় অবরোধ করেছেন।

রোববার (৭ জুলাই) বিকেল পাঁচটার দিকে তারা বাংলামোটর মোড়ে অবস্থান নেন।

এতে বাংলামোটর থেকে কারওয়ান বাজার, ইন্টারকন্টিনেন্টাল মোড়, মগবাজারের দিকে যান চলাচল বন্ধ হয়ে যায়।

তবে, শিক্ষার্থীরা জরুরি পরিবহন ছাড়া অন্যান্য যানবাহনগুলো ফিরিয়ে দিচ্ছেন।

এর আগে রাজধানীর শাহবাগ ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় অবরোধ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সায়েন্সল্যাব ও নীলক্ষেত মোড় অবরোধ করে রেখেছেন ঢাকা কলেজ ও ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা। চানখারপুল মোড় অবরোধ করেছেন বিশ্ববিদ্যালয়ের কয়েকটি হলের শিক্ষার্থী, বদরুন্নেসা সরকারি কলেজ ও বোরহানউদ্দিন ডিগ্রী কলেজের শিক্ষার্থীরা।

এছাড়া রাজধানীর আগারগাঁও মোড় অবরোধ করে রেখেছেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

আন্দোলনকারীরা আজ রাত ৯টা পর্যন্ত বিভিন্ন পয়েন্টে অবস্থান করবেন বলে জানা গেছে।

আন্দোলনকারী শিক্ষার্থীদের বিভিন্ন প্রতিবাদী গান ও কবিতা আবৃত্তি করতে দেখা গেছে।

বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, জুলাই ৭, ২০২৪
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।