ঢাকা, রবিবার, ১৬ আষাঢ় ১৪৩১, ৩০ জুন ২০২৪, ২২ জিলহজ ১৪৪৫

জাতীয়

মরা গরুর মাংস বিক্রির অপরাধে দুই ব্যক্তির জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪২ ঘণ্টা, জুন ৯, ২০২২
মরা গরুর মাংস বিক্রির অপরাধে দুই ব্যক্তির জরিমানা

মাগুরা: মাগুরার মহম্মদপুর উপজেলার নহাটা বাজারে অসুস্থ ও মরা গরুর মাংস বিক্রির অপরাধে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জবাই করা অসুস্থ গরুর মাংস জব্দ করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (০৮ জুন) দুপুরে নহাটা বাজারে এ ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন
মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রামানন্দ পাল।  

তিনি বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে নহাটা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় অসুস্থ ও মরা গরুর মাংস বিক্রির অপরাধে দুই ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের সময় উপস্থিত ছিলেন নহাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. তৈয়েবুর রহমান তরাফ ও নহাটা বাজার বণিক সমিতির সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরে জব্দকৃত গরুর মাংস মাটির নিচে চাপা দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ০০৪১ ঘণ্টা, জুন ৮, ২০২২
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।