ঢাকা, বৃহস্পতিবার, ২৬ বৈশাখ ১৪৩১, ০৯ মে ২০২৪, ০০ জিলকদ ১৪৪৫

জাতীয়

সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বাড়ছেই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৫ ঘণ্টা, জুন ১৩, ২০২২
সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বাড়ছেই

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ পয়েন্টে যমুনা নদীতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছ। সেই সঙ্গে বাড়ছে অভ্যন্তরীণ নদ-নদীর পানি।

ইতিমধ্যে নিম্নাঞ্চল প্লাবিত হতে শুরু করেছ।  

সোমবার (১৩ জুন) সিরাজগঞ্জ পয়েন্টে যমুনার পানি রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৭২ মিটার। ২৪ ঘণ্টায় ১৫ সেন্টিমিটার বেড়ে তা বিপৎসীমার ১ দশমিক ৬৩ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছেন, সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের গেজ রিডার হাসানুর রহমান।  

এদিকে গত ৬ দিন ধরে যমুনায় ধারাবাহিকভাবে পানি বৃদ্ধির সঙ্গে বাড়ছে ফুলজোড়, করোতায়া, বড়াল ও ইছামতিসহ অভ্যন্তরীণ নদ-নদীর পানিও। ইতিমধ্যে চলনবিল অধ্যুষিত তাড়াশের নিম্নাঞ্চল প্লাবিত হতে শুরু করেছে।  

পানি বাড়তে থাকায় যমুনার চরাঞ্চলে বন্যা আতঙ্ক বিরাজ করছে। এসব এলাকায় পাট, তিল, কাউন, ধান, শাক-সবজি বাগান প্লাবিত আশঙ্কায় দিন কাটাচ্ছে কৃষক।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম জানান, আগামী তিন-চারদিন পানি বৃদ্ধি অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে। তবে এখনও বন্যার আশঙ্কা নেই।

বাংলাদেশ সময়: ১০০৩ ঘণ্টা, জুন ১২, ২০২২
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।