ঢাকা, মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩১, ১৪ মে ২০২৪, ০৫ জিলকদ ১৪৪৫

জাতীয়

মেহেরপুর পৌরসভায় আবারও মেয়র নির্বাচিত হলেন মাহফুজুর রহমান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১০ ঘণ্টা, জুন ১৫, ২০২২
মেহেরপুর পৌরসভায় আবারও মেয়র নির্বাচিত হলেন মাহফুজুর রহমান

মেহেরপুর: মেহেরপুর পৌরসভা নির্বাচনে দ্বিতীয় বারের মতো মেয়র নির্বাচিত হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহফুজুর রহমান রিটন। নৌকা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ১৫ হাজার ৪৬১ ভোট।

বুধবার (১৫ জুন) দিনব্যাপি হওয়া ভোটের গণনা শেষে বেসরকারীভাবে এ ফলাফল ঘোষণা করেন মেহেরপুর পৌরসভা নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার মেহেদী হাসান।

মাহফুজুর রহমানের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতস্ত্র প্রার্থী সাবেক মেয়র মোতাচ্ছিম বিল্লাহ মতু।  নারিকেল গাছ প্রতীকে তিনি পেয়েছেন ৭ হাজার ৪৪৬ ভোট।

মেহেরপুর পৌরসভায় মোট ভোটার ছিলেন ৩৫ হাজার ২০২ জন। ২০টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে পৌরসভায় সাধারণ সদস্য পদে ৪৩ ও সংরক্ষিত নারী সদস্য পদে ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন।

বাংলাদেশ সময়: ২০০৯ ঘণ্টা, জুন ১৫, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।