ঢাকা, শুক্রবার, ২০ বৈশাখ ১৪৩১, ০৩ মে ২০২৪, ২৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ডোমারে ট্রেনে কাটা পড়ে স্কুল ছাত্রের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৫ ঘণ্টা, জুন ১৮, ২০২২
ডোমারে ট্রেনে কাটা পড়ে স্কুল ছাত্রের মৃত্যু প্রতীকী ছবি

নীলফামারী: নীলফামারীর ডোমারে ট্রেনে কাটা পড়ে লিখন চন্দ্র রায় (১১) নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শনিবার (১৮ জুন) সকালে নীলফামারী-চিলাহাটি রেলপথের বড়গাছা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

লিখন ডোমার উপজেলার সোনারায় ইউনিয়নের মন্দির পাড়া এলাকার মানিক চন্দ্র রায়ের ছেলে।

স্থানীয়রা জানান, সকাল আটটার দিকে রকেট মেইল ট্রেনটি চিলাহাটি থেকে খুলনার দিকে যাচ্ছিলো। ওই সময় লাইনের ওপর ছিল লিখন। পরে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যায় সে।

বিষয়টি নিশ্চিত করে সৈয়দপুর জিআরপি থানার উপ-পরিদর্শক (এসআই) শফিউল ইসলাম বলেন, ঘটনার সময় রেললাইনে হাটাহাটি করছিল সে। হয়তো রেল লাইন দ্রুত অতিক্রম করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে সে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, জুন ১৮, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।