ঢাকা, রবিবার, ২৯ বৈশাখ ১৪৩১, ১২ মে ২০২৪, ০৩ জিলকদ ১৪৪৫

জাতীয়

মিরসরাইয়ে ঝরনা থেকে পড়ে পর্যটকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৮ ঘণ্টা, জুন ১৯, ২০২২
মিরসরাইয়ে ঝরনা থেকে পড়ে পর্যটকের মৃত্যু

মিরসরাই: চট্টগ্রামের মিরসরাইয়ের নাপিত্তাছড়া ঝরনায় এক পর্যটকের মৃত্যু হয়েছেন।

রোববার (১৯ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

তবে নিহত ওই পর্যটকের নাম-পরিচয় জানা যায়নি।

খবর পেয়ে মিরসরাই থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে।  

মিরসরাই থানার উপ-পরিদর্শক (এস আই) রাজিব পোদ্দার বাংলানিউজকে জানান, নয়দুয়ারিয়া এলাকার নাপিত্তাছড়া ঝরনায় এক পর্যটকের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে যাই। মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। তবে এখনো ওই পর্যটকের নাম-পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ২২-২৩ বছর।

তিনি জানান, স্থানীয়দের সঙ্গে কথা বলে যতটুকু জেনেছি, তারা এক সঙ্গে তিনজন ঝরনা দেখতে এসেছিলেন। কিন্তু ঘটনাস্থলে গিয়ে মরদেহ ছাড়া অন্য দুজনের দেখা মেলেনি। যতটুকু মনে হচ্ছে ঝরনার ওপর থেকে নিচে পড়ে ওই পর্যটক মারা গেছেন।

নাপিত্তাছড়া ঝরনার দায়িত্বে থাকা ঠিকাদারী প্রতিষ্ঠান টিএসআর ইন্টারন্যাশনালের কর্মকর্তা আয়েচ আহমেদ জানান, প্রচণ্ড বৃষ্টির কারণে আজ আমরাও টিকিট কাউন্টার বন্ধ রেখেছি। পর্যটকও খুব কম ছিল। ওই তিনজন বেলা ১১টার দিকে ঝরনায় গেছে শুনেছি। বিকেলে খবর এলো তাদের একজন মারা গেছেন। এরপর মিরসরাই থানায় খবর দিয়েছি। পুলিশ মরদেহ ‍উদ্ধার করে থানায় নিয়ে গেছে।

বাংলাদেশ সময়: ২১৫৮ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২২
এসএইচডি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।