ঢাকা, বৃহস্পতিবার, ২৯ কার্তিক ১৪৩১, ১৪ নভেম্বর ২০২৪, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জে ফেনসিডিলসহ গ্রেপ্তার ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮ ঘণ্টা, মে ১২, ২০২৪
নারায়ণগঞ্জে ফেনসিডিলসহ গ্রেপ্তার ৩

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো প্রাইভেটকার থেকে ১৩০ বোতল ফেনসিডিলসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেরোরিজমের একটি টিম।

রোববার (১২ মে) এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা কাউন্টার টেরোরিজম বাদী হয়ে মাদক আইনে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেছে।

শনিবার (১১ মে) রাতে রূপগঞ্জ থানার সিটি মিলের রাস্তার বিপরীতে রূপসী নিউ মডেল স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে সাদা রংয়ের এক্স জিও মডেলের প্রাইভেটকার (ঢাকা মেট্রো- ১৬-৪৫-২৮) থেকে ১৩০ বোতলসহ মাদক কারাবারিদের গ্রেপ্তার করা হয়। গাড়িটির পেছনে এবং সামনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো ছিল বলে জানিয়েছে কাউন্টার টেরোরিজম। এ সময় ফেনসিডিল বহনকারী প্রাইভেটকারটি জব্দ করা হয়।

গ্রেপ্তাররা হলেন কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার আবুল হাশেমের ছেলে শরিফুল ইসলাম (৩২), পিয়ার আহম্মেদের ছেলে ইয়াকুব আলী (৩২) ও বন্দর থানার মদনগঞ্জের মৃত মো. আবু বক্করের পুত্র রফিকুল ইসলাম বাবু (৩২)।

নারায়ণগঞ্জ জেলা কাউন্টার টেরোরিজমের উপ-পরিদর্শক মিজানুর রহমানের মিজান বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২০১৭ ঘণ্টা, মে ১২, ২০২৪
এমআরপি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।