ঢাকা, বুধবার, ১৯ চৈত্র ১৪৩১, ০২ এপ্রিল ২০২৫, ০৩ শাওয়াল ১৪৪৬

জাতীয়

মাগুরায় মোটরসাইকেলের ধাক্কায় অজ্ঞাত নারী নিহত

ডিস্ট্রিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১১ ঘণ্টা, এপ্রিল ১, ২০২৫
মাগুরায় মোটরসাইকেলের ধাক্কায় অজ্ঞাত নারী নিহত

মাগুরা: মাগুরা ঢাকা-খুলনা মহাসড়কের রামনগর বাজার মোড় এলাকায় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায়  এক নারী পথচারীর মৃত্যু হয়েছে। নিহত নারীর নাম পরিচয় পাওয়া যায়নি।

৩১ মার্চ সোমবার রাত ৮টার দিকে রামনগর বাজারে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

রামনগর বাজার এলাকার স্থানীয়রা জানান, ঈদের দিন সকাল থেকে হাইওয়ে সড়ক দিয়ে প্রচণ্ড গতিতে মোটরসাইকেল চলাচল করছে। রাস্তা পার হওয়ার সময় মাগুরা থেকে ছেড়ে আশা ফদিপুরগামী একটি দ্রুতগতির মোটরসাইকেল ওই নারীকে ধাক্কায় দেয়। এ সময় ওই নারী গুরুত্বর আহত হয়।  

স্থানীয়রা তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের ডাক্তার মামুনুর রশিদ তাকে মৃত ঘোষণা করেন।

মাগুরা হাইওয়ে থানার (ওসি) মোহম্মদ আলমগীর কবীর সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত হওয়ার বিষয়টি নিশ্চত করে  বলেন, রামনগর বাজার মোড় এলাকায় হাইওয়ে সড়ক পার হওয়ার সময় এ দুর্ঘটনায় ঘটেছে।  এতে একজন অজ্ঞাত নারী নিহত হয়েছে। মোটরসাইলটি আটক করা হয়েছে।  চালক পলাতক রয়েছে। নিহত নারীর নাম পরিচয় জানার চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ০১১১ ঘণ্টা, এপ্রিল ১, ২০২৫
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।