ঢাকা, সোমবার, ২০ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৩ জুন ২০২৪, ২৫ জিলকদ ১৪৪৫

জাতীয়

রায়পুরে দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৩ ঘণ্টা, জুন ২৩, ২০২২
রায়পুরে দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেফতার

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রায়পুরে দেশীয় অস্ত্রসহ শাহাদাত হোসেন (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৩ জুন) সকালে রায়পুর থানা পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।

জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (২২ জুন) দিনগত রাতে রায়পুর মধ্য কেরোয়া গ্রামের হোনারবাড়ীর শাহাদাতকে গ্রেফতার করা হয়। সে সময় তার বসতঘর থেকে তিনটি রাম দা, ছয়টি লোহার কাটা পাইপ ও একটি কাঠের হকিস্টিক জব্দ করা হয়। পরে তার নামে অস্ত্র আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে বুধবার (২২ জুন) বিকেলে কারাগারে পাঠানো হয়।  

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।  

বাংলাদেশ সময়: ১০০০ ঘণ্টা, জুন ২৩, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।