ঢাকা, মঙ্গলবার, ২৪ বৈশাখ ১৪৩১, ০৭ মে ২০২৪, ২৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

৫ মাসে পাকশী রেলবিভাগে রাজস্ব আয় ১১১ কোটি টাকা

উপজেলা করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৬ ঘণ্টা, জুন ২৩, ২০২২
৫ মাসে পাকশী রেলবিভাগে রাজস্ব আয় ১১১ কোটি টাকা

পাবনা (ঈশ্বরদী): রেলভ্রমণে অনেকটাই স্বস্তি, এছাড়া ভোগান্তি কম। স্বল্প সময়ে, কম খরচে নির্দিষ্ট গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য সড়ক পথের চেয়ে অনেকটা ট্রেনমুখী।

যে কারণে অনেকে ট্রেনে চলাফেরা করতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন।

পশ্চিমাঞ্চল রেলওয়ে পাকশী বিভাগীয় রেলের আওতাধীন বিভিন্ন সেকশনে চলতি বছরে ৫ মাসে (জানুয়ারি-মে) টিকিট কেটে ট্রেন ভ্রমণ করেছেন ৭৩ লাখ ৩৮ হাজার ৩৬৪ জন যাত্রী। এতে পাকশী রেলবিভাগে সরকারের রাজস্ব আয় হয়েছে ১১১ কোটি ৯৬ লাখ ২৭ হাজার ১৬৮ টাকা।

পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় রেলের আওতায় প্রতিদিন ৪৪ জোড়া আন্তনগর মেইল লোকাল ট্রেন বিভিন্ন রুটে চলাচল করে।  

বৃহস্পতিবার (২৩ জুন) সকালে পাকশী বিভাগীয় রেলওয়ের বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) নাসির উদ্দিন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

পাকশী বিভাগীয় রেলওয়ের আওতায় বিভিন্ন রেল-সেকশনে যাত্রীবাহী ট্রেনগুলোতে ক্রমান্বয়ে দিনদিন ট্রেনযাত্রীর সংখা বেড়ে চলেছে। ট্রেনের কোচ সংকট থাকার কারণে পর্যাপ্ত আসন নেই। সাধারণ মানুষ তবু ট্রেন ভ্রমণই বেশ পছন্দের।

পাকশী বিভাগীয় বাণিজ্যিক দফতর সূত্রে জানা গেছে, চলতি বছরের জানুয়ারি মাসে ট্রেন ভ্রমণ করেছেন, ১৩ লাখ ৩৪ হাজার ৯৫৮ জন যাত্রী। এতে রাজস্ব আয় হয়েছে ২০ কোটি ৯৯ লাখ ১০ হাজার ৪৩২ টাকা। ফেব্রুয়ারি মাসে ট্রেন ভ্রমণ করেন ১৩ লাখ ১৬ হাজার ৫১৪ জন ট্রেনযাত্রী। এতে রাজস্ব আয় হয় ২১ কোটি ৭৫ লাখ ২ হাজার ৮৯৮ টাকা। মার্চ মাসে ট্রেনযাত্রী ছিল ১৫ লাখ ৯১ হাজার ৪০৪ জন। এতে রাজস্ব আয় হয়েছে ২৫ কোটি ৪৩ লাখ ৪১ হাজার ৮৭৪ টাকা। এপ্রিল মাসে ১৪ লাখ ৭২ হাজার ১৬৭ জন ট্রেন যাত্রী ছিল। এতে রাজস্ব আয় হয়েছে ১৭ কোটি ৭৬ লাখ ৫৫ হাজার ৩১১ টাকা। মে মাসে ট্রেনযাত্রী ছিল ১৬ লাখ ২৩ হাজার ৩২১ জন। এতে রাজস্ব আয় ২৬ কোটি ২১ লাখ ৬ হাজার ৬৫৩ টাকা। গত পাঁচমাসে ট্রেন ভ্রমণে যাত্রীর সংখ্যা ছিল ৭৩ লাখ ৩৮ হাজার ৩৬৪ জন। রাজস্ব আয় হয়েছে, ১১১ কোটি ৯৬ লাখ ২৭ হাজার ১৬৮ টাকা।

পশ্চিমাঞ্চল রেলওয়ে পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) শাহীদুল ইসলাম বাংলানিউজকে জানান, ভ্রমণপ্রিয় রেলওয়ে যাত্রীদের রেলভ্রমণ একটি নিরাপদ সাশ্রয়ী এবং আরামদায়ক ভ্রমণ মাধ্যম। বিধায়, দেশের মানুষ অন্য যেকোন মাধ্যমের তুলনায় রেলভ্রমণকে বেশি পছন্দ করে।  

ডিআরএম শাহীদুল ইসলাম আরও জানান, পরিবেশবান্ধব রেলভ্রমণে মুনাফার চেয়ে সেবাকে বেশি অগ্রাধিকার দেওয়া হয়ে থাকে। অতিরিক্ত হিসেবে যে রাজস্ব পাওয়া যায়। এছাড়া সবসময় দেশের পরিস্থিতি স্বাভাবিক থাকলে রাজস্ব আয় স্বাভাবিকভাবে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো যায়। ভ্রমণপ্রিয় ট্রেনযাত্রীদের স্বাচ্ছন্দ্য ও আরামদায়ক রেলভ্রমণ পাকশী বিভাগীয় রেলওয়ের তথা আমাদের অঙ্গীকার বলে মনে করেন ওই রেলওয়ে কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, জুন ২৩, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ