ঢাকা, মঙ্গলবার, ২৪ বৈশাখ ১৪৩১, ০৭ মে ২০২৪, ২৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ফের পদ্মা সেতুর টোল প্লাজার ব্যারিয়ারে বাসের ধাক্কা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৪ ঘণ্টা, জুন ২৮, ২০২২
ফের পদ্মা সেতুর টোল প্লাজার ব্যারিয়ারে বাসের ধাক্কা ছবি: সংগৃহীত

শরীয়তপুর: শরীয়তপুর পরিবহন নামে একটি বাসের ধাক্কায় পদ্মা সেতুর জাজিরা প্রান্তের টোল প্লাজার বুথের ব্যারিয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার (২৮ জুন) এ ঘটনা ঘটে।

এর আগে রোববার পদ্মা সেতু খুলে দেওয়ার প্রথম দিন বিআরটিসি বাসের ধাক্কায় সেতুর টোল প্লাজার দুটি ব্যারিয়ার ভেঙে যায়।

জাজিরা প্রান্তের টোল প্লাজার কর্মকর্তারা জানান, সকাল ১০টার দিকে শরীয়তপুর পরিবহন নামে একটি ঢাকাগামী বাস নিয়ে টোলপ্লাজার ৩নং বুথে আসেন চালক মো. রানা। টোল দিয়ে রসিদ না নিয়েই বাসটি দ্রুত গতিতে ছেড়ে দেন চালক। এ সময় বুথের ব্যারিয়ারে সজোরে ধাক্কা লাগে। এতে ওই ব্যারিয়ারের নলবেড়ি বাঁকা হয়ে যায়। সেখানে দায়িত্বরত কর্মকর্তারা বাসটি কিছুক্ষণ আটকে রাখলেও পরে চালকের ড্রাইভিং লাইসেন্স রেখে বাসটি ছেড়ে দেওয়া হয়।

শরীয়তপুর পরিবহনের পরিচালক আরশাদুজ্জামান এরশাদ বলেন, পদ্মা সেতুর জাজিরা প্রান্তের টোল প্লাজায় কী হয়েছে এখনো বলতে পারছি না। জেনে ব্যবস্থা নেওয়া হবে।

জাজিরা প্রান্তের টোল ব্যবস্থাপক কামাল হোসেন বলেন, টোল প্লাজার ৩নং বুথে টোলের টাকা পরিশোধ করার পর রসিদ প্রিন্ট না হতেই শরীয়তপুর পরিবহন নামের একটি বাসের চালক গাড়িটি দ্রুত গতিতে চালিয়ে যান। তখনই নলবেড়িতে সজোরে ধাক্কা লাগে। এতে নলবেড়িটি ক্ষতিগ্রস্ত হয়।

পদ্মা দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোস্তাফিজুর রহমান বলেন, খবর পেয়েছি টোল প্লাজার জাজিরা প্রান্তে যাত্রীবাহী একটি বাস বুথের ব্যারিয়ারে ধাক্কা দিয়েছে। তবে লিখিত কোনো অভিযোগ পাইনি, তাই ব্যবস্থা নিতে পারিনি।

বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, জুন ২৮, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ