ঢাকা, শনিবার, ৯ আষাঢ় ১৪৩১, ২২ জুন ২০২৪, ১৪ জিলহজ ১৪৪৫

জাতীয়

মাদার নদীতে মিলল নিখোঁজ ব্যক্তির মরদেহ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৫ ঘণ্টা, জুন ২৯, ২০২২
মাদার নদীতে মিলল নিখোঁজ ব্যক্তির মরদেহ 

সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় মাদার নদী থেকে কেরামত গাজী নামে এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর প্রায় ২৪ ঘণ্টা আগে নদীতে আটকে যাওয়া বড়শি ছাড়াতে গিয়ে নিখোঁজ হয়েছিলেন তিনি।

 

বুধবার (২৯ জুন) ভোর ৫টার দিকে মাদার নদী থেকে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করেন।

স্থানীয় কৈখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ আব্দুর রহিম জানান, এর আগে মঙ্গলবার সকালে মাছ শিকারের জন্য নদীতে ফেলা বড়শি আটকে যায়। তিনি সেই বড়শি ছাড়াতে গিয়ে ডুব দিলে নিখোঁজ হন তিনি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা দিনভর অভিযান চালিয়েও তাকে উদ্ধার করতে ব্যর্থ হন। বুধবার ভোরে তার মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করেন।

কেরামত গাজী শ্যামনগর উপজেলার মহেশখালী গ্রামের মৃত মনসুর গাজীর ছেলে। সহায় সম্বলহীন দিনমজুর ওই ব্যক্তি দুই ছেলে আর স্ত্রীকে নিয়ে মাদার নদীর চরে বসবাস করতেন।

বাংলাদেশ সময়: ১১১৪ ঘণ্টা, জুন ২৯, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ