ঢাকা, বৃহস্পতিবার, ১৮ আষাঢ় ১৪৩২, ০৩ জুলাই ২০২৫, ০৭ মহররম ১৪৪৭

জাতীয়

ময়মনসিংহে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:২৮, জুলাই ২, ২০২২
ময়মনসিংহে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা 

ময়মনসিংহ: ময়মনসিংহে পারভেজ (৩০) নামের এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।  

শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পারভেজের মৃত্যু হয়।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো: ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।  

তিনি জানান, রাতে বাড়ি ফেরার পথে স্থানীয় দিলীপ, রাজিব,অলিদ ও সিদ্দিকের নেতৃত্বে একদল সন্ত্রাসী পারভেজকে কুপিয়ে মারাত্মক আহত করে। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

ওসি তদন্ত আরও জানান, কি কারণে এই হত্যাকাণ্ডের সূত্রপাত তা এখনো জানা যায়নি। তবে ঘটনার অনুসন্ধানে তদন্ত চলছে।   


নিহত পারভেজ গ্রন্দ্রপা এলাকার গিয়াস উদ্দিন ছেলে। এর আগে রাত সাড়ে ৮টার দিকে নগরীর ২৯ নং ওয়ার্ডের গন্দ্রপা এলাকায় পূর্বশত্রুতার জের ধরে তাকে কুপিয়ে মারাত্মক জখম করে স্থানীয় সন্ত্রাসীরা।  

পারভেজ নগরীর ২৯ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি প্রার্থী ছিলেন বলে নিশ্চিত করেছেন মহানগর যুবলীগের আহবায়ক মো: শাহীনুর রহমান। এর আগে পারভেজ নগরীর সাবেক ২ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ছিলেন বলেও জানান তিনি।  

এ ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ময়মনসিংহ যুবলীগের আহবায়ক মো. শাহীনুর রহমান। তিনি বলেন, অবিলম্বে এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেফতার করে বিচারের আওতায় আনার জোর দাবি করছি।  

বাংলাদেশ সময়: ০০২৭ ঘণ্টা, জুলাই ০২, ২০২২
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।