ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

জাতীয়

পূর্বধলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৫৫, জুলাই ২, ২০২২
পূর্বধলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত ফাইল ছবি

নেত্রকোনা: নেত্রকোনার পূর্বধলা উপজেলায় শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কে ট্রাকচাপায় জাহাঙ্গীর আলম সেলিম (৪৫) নামে মোটরসাইকেলের এক আরোহীর মৃত্যু হয়েছে।  

শনিবার (২ জুলাই) বিকেলে ওই সড়কের পূর্বধলা ফায়ার সার্ভিস স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাহাঙ্গীর পূর্বধলার খলিশাউড় ইউনিয়নের ইচুলিয়া গ্রামের মৃত আকবর আলীর ছেলে।
 
জানা গেছে, বিকেল বাড়ি থেকে মোটরসাইকেলযোগে পূর্বধলা বাজারে যাচ্ছিলেন জাহাঙ্গীর। পথে পূর্বধলা ফায়ার সার্ভিসের সামনে একটি অটোরিকশাকে ওভারটেক করার সময় ধাক্কা লেগে সড়কে পড়ে গেলে দুর্গাপুর থেকে আসা বালুভর্তি ট্রাক তাকে চাপায় দেয়। তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ফায়ার সার্ভিসের গাড়ি দিয়ে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বাংলানিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবার লিখিত অভিযোগ দিলে এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, জুলাই ০২, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।