ঢাকা, শনিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১২ জুলাই ২০২৫, ১৬ মহররম ১৪৪৭

জাতীয়

রাজশাহীতে শ্রমিক নেতার ছেলে খুন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:০০, জুলাই ৪, ২০২২
রাজশাহীতে শ্রমিক নেতার ছেলে খুন

রাজশাহী: রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি রফিকুল ইসলাম পাখির ছেলেকে হাসপাতাল থেকে ডেকে নিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

রোববার (৩ জুলাই) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে রাজশাহী মহানগরের সবজি পাড়ায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত সানি (১৭) মহানগরের গোরহাঙ্গা রেলগেট এলাকার বাসিন্দা। তার মরদেহ রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।  

পুলিশ জানায়, পূর্ব শত্রুতার জের ধরে  ছুরিকাঘাতে আহত হয়ে রামেক হাসপাতালের জরুরি বিভাগে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, এই ঘটনায় এলাকায় উত্তেজনা দেখা দেওয়ায় ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

ওসি জানান, রোববার রাতে সাড়ে ১০টার দিকে কে বা কারা সানিকে ছুরিকাঘাত করে। তবে কী কারণে ছুরিকাঘাত করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। হামলাকারীদের নাম, ঠিকানা এবং পূর্ণাঙ্গ পরিচয় জানার চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ০২০১ ঘণ্টা, জুলাই ০৪, ২০২২
এসএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।