ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ৩০ মে ২০২৪, ২১ জিলকদ ১৪৪৫

জাতীয়

ভারতে বাংলাদেশের নতুন হাইকমিশনার মুস্তাফিজুর রহমান

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৫ ঘণ্টা, জুলাই ১৩, ২০২২
ভারতে বাংলাদেশের নতুন হাইকমিশনার মুস্তাফিজুর রহমান ভারতে বাংলাদেশের নতুন হাইকমিশনার মুস্তাফিজুর রহমান

ঢাকা :  জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মো. মোস্তাফিজুর রহমানকে নয়াদিল্লিতে হাইকমিশনার হিসেবে নি‌য়ো‌গের সিদ্ধান্ত নি‌য়ে‌ছে সরকার।

বুধবার ( ১৩ জুলাই ) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে উল্লেখ করা হয়, মুস্তাফিজুর রহমানকে ভারতে পরবর্তী হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিসিএস ফরেন সার্ভিসের ১১তম ব্যাচের কর্মকর্তা মুস্তাফিজুর রহমান এর আগে সিঙ্গাপুরে বাংলাদেশের হাইকমিশনার, জাতিসংঘে বাংলাদেশ মিশনের উপ-প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

এছাড়া মুস্তাফিজুর রহমান প্যারিস, নিউইয়র্ক, কলকাতা ও জেনেভার বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। তিনি স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেছেন।

বাংলাদেশ সময়: ২৩৩১ ঘণ্টা, জুলাই ১৩, ২০২২
টিআর/ইআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।