ঢাকা, বৃহস্পতিবার, ২৬ বৈশাখ ১৪৩১, ০৯ মে ২০২৪, ০০ জিলকদ ১৪৪৫

জাতীয়

পদ্মার ২০ কেজির কাতলের দাম ৩০ হাজার টাকা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৩ ঘণ্টা, জুলাই ১৪, ২০২২
পদ্মার ২০ কেজির কাতলের দাম ৩০ হাজার টাকা

রাজবাড়ী: রাজবাড়ী জেলার দৌলতদিয়া ৭ নম্বর ফেরি ঘাট এলাকায় পদ্মা নদীতে জেলের জালে ২০ কেজি ওজনের একটি কাতল মাছ ধরা পড়েছে।

বৃহস্পতিবার (১৪ জুলাই) বেলা ১১টায় কবিরপুর চর এলাকায় হলদার মো. বাবলু মোল্লার জালে মাছটি ধরা পড়ে।

পরে বেলা সাড়ে ১১টার দিকে দৌলতদিয়া ৫ নম্বর ফেরি ঘাট এলাকার শাকিল সোহান মৎস্য আড়তের ব্যবসায়ী মো. শাজাহান শেখ মাছটি প্রতি কেজি ১৪০০ টাকা দরে মোট ২৮ হাজারে কিনে নেন।

মাছ ব্যবসায়ী মো. শাজাহান শেখ জানান, মাছটি প্রতি কেজি ১৫০০ টাকা দরে মোট ৩০ হাজারে বিক্রি করা হবে। বর্তমানে পদ্মা নদীতে পানি বেশি থাকায় প্রতিনিয়ত বড় বড় রুই, কাতল, সিলভার কার্প, আইড়, বাগাড়, বোয়াল, চিতল, ইলিশ মাছ ধরা পড়ছে।

বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, জুলাই ১৪, ২০২২
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।