ঢাকা, মঙ্গলবার, ১৮ আষাঢ় ১৪৩১, ০২ জুলাই ২০২৪, ২৪ জিলহজ ১৪৪৫

জাতীয়

সিলেটে বিদ্যুতের তারে জড়িয়ে বৃদ্ধের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২১ ঘণ্টা, জুলাই ২০, ২০২২
সিলেটে বিদ্যুতের তারে জড়িয়ে বৃদ্ধের মৃত্যু প্রতীকী ছবি

সিলেট: সিলেটে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নুর ইসলাম (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

বুধবার (২০ জুলাই) সকালে সিলেট সদর উপজেলার এয়ারপোর্ট থানাধীন পীরেরগাঁও এলাকার জাউল্লা বিলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুর ইসলাম (৭০) জাউয়া বিল গ্রামের মৃত আনছর আলী ছেলে।

নিহতের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, বুধবার সকাল সাড়ে ৫টার দিকে বাড়ির পাশে জাউল্লা বিলে মাছ ধরতে যান নুর ইসলাম। এসময় পাশ্ববর্তী নয়াটিলা গ্রামের আলম মিয়ার পুকুরপাড়ে ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন তিনি। ঘটনাটি নিহতের ছেলে মাসুক মিয়ার পুলিশকে অবহিত করেন।

সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ মাইনুল জাকির বলেন, নুর ইসলাম বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের জন্য নিয়ে যাওয়া হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬১৮ঘন্টা, জুলাই ২০, ২০২২ 
এনইউ/ইআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।