ঢাকা, শনিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৮ মে ২০২৪, ০৯ জিলকদ ১৪৪৫

জাতীয়

মোংলা বন্দরে “সেফটি ইনডাকশন প্রশিক্ষণ”

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪২ ঘণ্টা, জুলাই ২৬, ২০২২
মোংলা বন্দরে “সেফটি ইনডাকশন প্রশিক্ষণ”

বাগেরহাট: বাগেরহাটের মোংলা সমুদ্র বন্দরে তিনদিনব্যাপী “সেফটি ইনডাকশন প্রশিক্ষণ”-২০২২ শুরু হয়েছে।  

মঙ্গলবার (২৬ জুলাই) সকালে সিল্যান্ড মার্সক বাংলাদেশ ও মোংলা বন্দর কর্তৃপক্ষের যৌথ আয়োজনে বন্দর সভা কক্ষে এ কর্মশালা শুরু হয়।

কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- মোংলা বন্দর কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কমোডর মোহাম্মদ আব্দুল ওয়াদুদ তরফদার।  

এসময় সিল্যান্ড মার্সক বাংলাদেশের চিফ অপারেশন অফিসার ক্লাইভ ভ্যান অনসেলে, কান্ট্রিম্যানেজার তানিম শাহরিয়ার, মোংলা বন্দর কর্তৃপক্ষের (মবক) প্রধান নিরাপত্তা কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুল্লাহ আল মেহেদী বক্তব্য দেন।

এ কর্মশালায় মবক এর কর্মকর্তা, কর্মচারী এবং বন্দরে পণ্য খালাসের সঙ্গে সংশ্লিষ্ট মোট ৩০০ জনকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ২৮ জুলাই সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে এ কর্মশালা শেষ হওয়ার কথা রয়েছে। এ প্রশিক্ষণের মাধ্যমে মোংলা বন্দর কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা বিষয়ক দক্ষতা বৃদ্ধি পাবে। সেই সঙ্গে মোংলা বন্দরের সার্বিক নিরাপত্তাও বাড়বে।

বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, জুলাই ২৬, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।