ঢাকা, বৃহস্পতিবার, ২০ আষাঢ় ১৪৩১, ০৪ জুলাই ২০২৪, ২৬ জিলহজ ১৪৪৫

জাতীয়

বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৫ ঘণ্টা, জুলাই ২৮, ২০২২
বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. শরীফ হোসেন (২৪) নামে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৮ জুলাই) বিকেল ৫টার দিকে ব্যাটারিচালিত অটোরিকশার ব্যাটারি থেকে বিদ্যুৎ সংযোগ খুলতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শরীফ লক্ষ্মীপুর পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের আবিরনগর এলাকার বদ্দার বাড়ির মো. হাসানের ছেলে। তিনি এক সন্তানের জনক ছিলেন।

এলাকাবাসী জানান, শরীফ তার প্রতিবেশী ফারুকের অটোরিকশা ভাড়া নিয়ে চালাতেন। বৃহস্পতিবার দুপুরে শরীফ সেই অটোরিকশাটি চার্জ দিয়ে রাখেন। বিকেল ৫টার দিকে তিনি ব্যাটারি থেকে বিদ্যুৎ সংযোগ খুলতে গেলে দুর্ঘটনাবসত বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের চিকিৎসক রাজীব চন্দ্র তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৯১৪ ঘণ্টা, জুলাই ২৮, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।