ঢাকা, শুক্রবার, ২৭ বৈশাখ ১৪৩১, ১০ মে ২০২৪, ০১ জিলকদ ১৪৪৫

জাতীয়

জাবির ভর্তি পরীক্ষায় উপস্থিত ৮৫ শতাংশ পরীক্ষার্থী

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৯ ঘণ্টা, জুলাই ৩১, ২০২২
জাবির ভর্তি পরীক্ষায় উপস্থিত ৮৫ শতাংশ পরীক্ষার্থী

জাবি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) কলা ও মানবিকী অনুষদ এবং বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের পরীক্ষার মধ্য দিয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষার্থী উপস্থিতির হার প্রায় ৮৫ শতাংশ।

রোববার (৩১ জুলাই) সকাল ৯টায় প্রথম শিফটের পরীক্ষা শুরু হয়। এছাড়া বিকেল সোয়া ৪টায় পঞ্চম শিফটের মধ্য দিয়ে প্রথম দিনের পরীক্ষা শেষ হবে।

পরীক্ষা চলাকালীন বেলা সাড়ে ১০টায় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম, উপ-উপাচার্য অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক রাশেদা আখতার, প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান, রেজিস্ট্রার রহিমা কানিজ প্রমুখ।

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নূরুল আলম বলেন, পরীক্ষায় উপস্থিতির হার ৮৫ শতাংশের মতো। পুরো পরীক্ষা শেষ হলে সংখ্যাটি নিশ্চিত করা যাবে।

বিতর্কিত শিফটভিত্তিক পরীক্ষা আয়োজনের ব্যাপারে উপাচার্য বাংলানিউজকে বলেন, আমরা আস্তে আস্তে এটি কমানোর চেষ্টা করছি। আগামীতে শিফট কমিয়ে আনার ব্যাপারে উদ্যোগ নেবো। পরীক্ষা সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে, কোথাও কোনো সমস্যা হয়নি।

জানা গেছে, এ বছর ভর্তি পরীক্ষায় মোট ৫টি ইউনিটে বিশ্ববিদ্যালয়ের ১ হাজার ৮৮৯টি আসনের বিপরীতে অংশ নেবেন ২ লাখ ৮৪ হাজার ৬০৬ জন ভর্তিচ্ছুক। সে অনুযায়ী প্রতিটি আসনের বিপরীতে লড়বেন ১৫১ জন। তবে প্রথম দিন অনুষ্ঠিত ‘সি’ ইউনিটের পরীক্ষায় ৪৬৬টি আসনের বিপরীতে লড়াই করছেন ৫৩ হাজার ৪৩০ জন। সে অনুযায়ী এই ইউনিটে প্রতি আসনে লড়াই করছেন মোট ১১৫ জন শিক্ষার্থী।



বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান বাংলানিউজকে বলেন, এ বছর ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সাদা পোশাকে পুলিশ কাজ করছে। এছাড়া ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে, পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখা এবং শিক্ষকরাও তৎপর রয়েছেন।
এবারের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি অনুযায়ী, ০১ আগস্ট ‘বি’ ইউনিটের অধীনে সমাজবিজ্ঞান অনুষদ ও আইন অনুষদের, ০২ আগস্ট ‘এ’ ইউনিটের অধীনে গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি’র, ০৩ আগস্ট প্রথম শিফটে ‘এ’ ইউনিট এবং অন্য ৫ শিফটে ‘ডি’ ইউনিটের অধীনে জীববিজ্ঞান অনুষদের, ০৪ আগস্ট প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শিফটে ‘ডি’ ইউনিট এবং অন্য দুই শিফটে ‘ই’ ইউনিটের অধীনে বিজনেস স্টাডিজ অনুষদ ও ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের পরীক্ষার মধ্যে দিয়ে এ বছরের ভর্তি পরীক্ষা সমাপ্ত হবে।

জানা গেছে, এ বছর ৩১ জুলাই, ০১ ও ০৪ আগস্ট মোট ৫টি শিফটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া ০২ ও ০৩ আগস্ট মোট ৬টি শিফটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথম শিফটের পরীক্ষা সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত, দ্বিতীয় শিফটের পরীক্ষা বেলা ১০টা ২৫ থেকে ১১টা ২৫ পর্যন্ত, তৃতীয় শিফটের পরীক্ষা বেলা ১১টা ৫০ থেকে ১২টা ৫০ পর্যন্ত, চতুর্থ শিফটের পরীক্ষা দুপুর ১টা ৫০ থেকে ২টা ৫০ পর্যন্ত, পঞ্চম শিফটের পরীক্ষা বিকেল সোয়া ৩টা থেকে সোয়া ৪টা পর্যন্ত এবং ষষ্ঠ শিফটের পরীক্ষা বিকেল ৪টা ৪০ থেকে ৫টা ৪০ পর্যন্ত অনুষ্ঠিত হবে।

এবার ভর্তি পরীক্ষায় ‘সি’ ইউনিটে ৫৩ হাজার ৪৩০ জন, ‘বি’ ইউনিটে ৪৮ হাজার ৩৪৮ জন, ‘এ’ ইউনিটে ৭৬ হাজার ৩৭৯ জন, ‘ডি’ ইউনিটে ৮৭ হাজার ৭২৮ জন এবং ‘ই’ ইউনিটে ১৮ হাজার ৭২১ জন ভর্তিচ্ছুক পরীক্ষায় অংশ নেবেন।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, জুলাই ৩১, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।