ঢাকা, রবিবার, ২৯ বৈশাখ ১৪৩১, ১২ মে ২০২৪, ০৩ জিলকদ ১৪৪৫

জাতীয়

নারী নির্যাতন: মেহেরপুরে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ১০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৪ ঘণ্টা, আগস্ট ২, ২০২২
নারী নির্যাতন: মেহেরপুরে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ১০

মেহেরপুর: মেহেরপুরে নারী নির্যাতন মামলায় ছয় মাসের সাজাপ্রাপ্ত দু’জন ও আদালতের পরোয়ানাভুক্ত আটজনসহ ১০ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

এদের মধ্যে পারিজারি আইনে ছয় মাসের সাজাপ্রাপ্ত আসামি সদর উপজেলার দফরপুর গ্রামের চাঁদ আলীর ছেলে তৌহিদুল ইসলামকে মেহেরপুর সদর থানা পুলিশ; ও একই আইনে ছয় মাসের সাজাপ্রাপ্ত আসামি রশিকপুর গ্রামের মুক্তার আলী বিশ্বাসের ছেলে শাহাজামাল বিশ্বাসকে (৪০) মুজিবনগর থানা পুলিশ গ্রেফতার করেছে।

এছাড়া আদালতের পরোনাভুক্ত চারজনকে গাংনী থানা পুলিশ ও সদর থানা পুলিশ চারজনকে গ্রেফতার করে।

গাংনী থানায় গ্রেফতাররা হলেন- এ উপজেলার মহম্মদপুর গ্রামের শাশুড়িকে পিটিয়ে আহত করা মামলায় রকিবুলের স্ত্রী বিপাশা (২৬) মামলা নম্বর ৪২৮/২২, বালিয়াঘাট গ্রামের ইমারুল ইসলামের স্ত্রী নাজমা খাতুন (২৭) মামলা নম্বর ৪২৩/২১ ও ৪৩৩/২১, মানিকদিয়া গ্রামের আজিজুল হকের ছেলে মোমিনুল ইসলাম, মামলা নম্বর এসটিসি ৮৬/১৭, শিমুলতলা গ্রামের জালাল উদ্দীনের ছেলে হাসানুজ্জামান (৫০), গাংনী থানার মামলা নম্বর ১।

মেহেরপুর সদর থানায় গ্রেফতাররা হলেন- আদালতের পরোয়ানাভুক্ত জিআর মামলা ৯৪/১৯ মামলার আসামি মেহেরপুর সদর উপজেলার আমদহ গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মানিক হোসেন, ৪২৩/২০ মামলার আসামি শ্যামপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে আলাউদ্দীন, ১৯৫/২২ মামলার আসামি দক্ষিণ শালিকা গ্রামের সাহাবুদ্দীনের ছেলে মিঠু হোসেন ও সিআর ১৭২/২২ মামলার আসামি কাঁঠালপোতা গ্রামের মুনছুর আলীর ছেলে লেকছার আলী।

সোমবার (১ আগস্ট) দিনগত রাতের বিভিন্ন সময়ে মঙ্গলবার (০২ আগস্ট) ভোর পর্যন্ত গাংনী, সদর ও মুজিবনগর উপজেলার বিভিন্ন গ্রামে পৃথক অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ আদালতের পরোয়ানাভুক্ত এসব আসামিকে গ্রেফতার করে। গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক, সদর থানার ওসি মেজবাহ উদ্দীন আহম্মেদ ও মুজিবনগর থানার ওসি মেহেদী রাসেল অভিযানে নেতৃত দেন।

গাংনী থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ, এসআই আতিক, এসআই নাসির, এসআই জাহিদ, সহকারী উপ-পরিদর্শক (এসআই), এএসআই মাহাবুব, মেহেরপুর সদর থানার এসআই অরুক কুমার, এএসআই শাকিল, এএসআই মাহবুব, এএসআই মাসুদ, এএসআই শাহাজামাল, এএসআই ইব্রাহিম ও মুজিবনগর থানার এসআই ইস্রারাফিল, এসআই সুভাষ গ্রেফতার অভিযানে অংশ নেন।

গ্রেফতারদের মঙ্গলবার সকালের দিকে আদালতের মাধ্যমে মেহেরপুর কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, আগস্ট ০২, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।