ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৩ জুন ২০২৪, ০৫ জিলহজ ১৪৪৫

জাতীয়

মেঘনা নদীতে যুবকের অর্ধগলিত লাশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৩ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২২
মেঘনা নদীতে যুবকের অর্ধগলিত লাশ প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের দুইদিন পর এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ আগস্ট) সকালে নদীতে লাশ ভেসে উঠলে পুলিশ সেটি উদ্ধার করে।

ওই যুবকের নাম জাহিদুল আলম মেহেদী (১৮)। তার বাবার নাম শহিদুল ইসলাম। মেহেদীর গ্রামের বাড়ি গাইবান্ধা জেলার সদর থানার কুনারপাড়া গ্রামে।

এর আগে, রোববার পিরোজপুর ইউনিয়নের ভাটিবন্দর এলাকায় মেঘনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন তিনি। পরবর্তীতে ফায়ার সার্ভিসসহ স্থানীয়রা উদ্ধার অভিযান পরিচালনা করেও তার খোঁজ পায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার পিরোজপুর ইউনিয়নের ভাটিবন্দর এলাকায় দুপুর ২টার দিকে আটজন কিশোর-যুবক মেঘনা নদীতে গোসল করতে নামে। তারা সাঁতরে নদীর দূরবর্তী স্থানে চলে যায়। এক পর্যায়ে তিনজন তীরে আসলেও জাহিদুল ইসলাম নদীর স্রোতের সঙ্গে পানিতে তলিয়ে যায়।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, তার লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২২
এমআরপি/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।