ঢাকা, বুধবার, ১৯ আষাঢ় ১৪৩১, ০৩ জুলাই ২০২৪, ২৫ জিলহজ ১৪৪৫

জাতীয়

সোনারগাঁওয়ে বাসের ধাক্কায় শিশুর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৭ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২২
সোনারগাঁওয়ে বাসের ধাক্কায় শিশুর মৃত্যু প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের দড়িকান্দি বাসস্ট্যান্ড এলাকায় বাসের ধাক্কায় জাওয়াদ (৪) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন নানি আনোয়ারা বেগম (৬০)।

শনিবার (২৭ আগস্ট) দুপুরের দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে। জাওয়াদ ওই এলাকার জহিরুল ইসলামের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরের দিকে নাতি জাওয়াদকে নিয়ে ওই মহাসড়ক পার হচ্ছিলেন নানি আনোয়ারা। এ সময় ঢাকা থেকে কুমিল্লাগামী তাশা পরিবহনের যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় জাওয়াদের মৃত্যু হয় এবং গুরুতর আহত হন নানি। আহতাবস্থায় আনোয়ারাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীর হোসেন বাংলানিউজকে জানান, ঘাতক বাসটি জব্দ করলেও চালক ও তার সহকারী (হেলপার) পালিয়ে গেছেন। তবে এ ব্যাপারে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২২
এমআরপি/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।