ঢাকা, মঙ্গলবার, ২৪ বৈশাখ ১৪৩১, ০৭ মে ২০২৪, ২৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

১ সেপ্টেম্বর থেকে বাড়ছে ওএমএসের চাল বিক্রির কেন্দ্র

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৩ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২২
১ সেপ্টেম্বর থেকে বাড়ছে ওএমএসের চাল বিক্রির কেন্দ্র ফাইল ছবি

ঢাকা: আগামী ১ সেপ্টেম্বর থেকে ডিলারের মাধ্যমে চলমান ওএমএস কার্যক্রম আরও সম্প্রসারণ করা হবে। ওএমএস-এর চলমান চাল বিক্রির কার্যক্রমের আওতা সম্প্রসারিত করে ২ হাজার ৩৬৩টি কেন্দ্র করা হয়েছে।

রোববার (২৮ আগস্ট) প্রধানমন্ত্রীর কার্যালয় জানায়, বর্তমানে সারা দেশে ৮১১টি কেন্দ্রে ডিলারের মাধ্যমে চলমান ওএমএস কার্যক্রম আরও সম্প্রসারিত করে মোট ২ হাজার ৩৬৩টি কেন্দ্রে ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন যে, টিসিবি কার্ডধারীরা ওএমএস-এর মতো ন্যায্য মূল্যে ১০ কেজি হিসেবে চাল পাবেন। এ প্রেক্ষিতে ওএমএস কার্যক্রমে টিসিবি কার্ডধারীদের অগ্রাধিকার ভিত্তিতে চাল দেওয়া হবে।  

খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় সারাদেশে ইউনিয়ন পর্যায়ের ৫০ লাখ ১০ হাজার ৫০৯টি প্রান্তিক পরিবারকে প্রতি কেজি ১৫ টাকা দরে প্রতি মাসে ৩০ কেজি চাল দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২২
এমইউএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।