ঢাকা, শনিবার, ৯ আষাঢ় ১৪৩১, ২২ জুন ২০২৪, ১৪ জিলহজ ১৪৪৫

জাতীয়

রোহিঙ্গাদের জন্য ৩.২০ মিলিয়ন ডলার দেবে দ. কোরিয়া

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৮ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২২
রোহিঙ্গাদের জন্য ৩.২০ মিলিয়ন ডলার দেবে দ. কোরিয়া

ঢাকা: বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের মানবিক সহায়তার জন্য ৩.২ মিলিয়ন মার্কিন ডলার দেবে দক্ষিণ কোরিয়া। মঙ্গলবার (৩০ আগস্ট) দেশটির ঢাকাস্থ দূতাবাস থেকে এই তথ্য জানানো হয়েছে।

তারা জানায়, কক্সবাজার ও ভাসানচরে কর্মরত ইউএনএইচসিআর, আইওএম, ডব্লিউএফপি, ইউনিসেফ এবং আইএফআরসির মতো আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে এই মানবিক সহায়তা দেওয়া হবে।

তারা আরও জানিয়েছে, এ বছরের অর্থায়নের কিছু অংশ টানা দ্বিতীয়বারের মতো ভাসানচরের শরণার্থীদের জন্য বরাদ্দ দেওয়া হবে। দ.কোরিয়া ২০২১ সালে ভাসানচরে স্থানান্তরের সূচনা থেকে জাতিসংঘের কার্যক্রমকে সমর্থন করেছে।

সেই সঙ্গে, শরণার্থীদের আতিথ্যের জন্য বাংলাদেশ সরকার এবং জনগণের উদারতার স্বীকৃতি দিয়ে, দূতাবাস কক্সবাজারের স্থানীয়দের সহায়তা করার বিষয়েও জোর দিয়েছিল। যারা ৫ বছর আগে শরণার্থীদের আগমনে সরাসরি প্রভাবিত হয়েছিল।

২০১৭ সাল থেকে দ.কোরিয়া বাংলাদেশ সরকার এবং আন্তর্জাতিক সংস্থাগুলির সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতার মাধ্যমে রোহিঙ্গাদের জন্য বছরে ৪ থেকে ৫ মিলিয়ন মার্কিন ডলার দিয়ে আসছে। এই অর্থ গত পাঁচ বছরে বিভিন্ন মানবিক কর্মকাণ্ডের জন্য ব্যবহার করা হয়েছে। যার মধ্যে রয়েছে এলপিজি এবং খাবারের ব্যবস্থা, ক্যাম্পে আগুনের প্রতিক্রিয়ায় মানবিক কার্যক্রম এবং লিঙ্গভিত্তিক সহিংসতা রক্ষার জন্য পরিষেবার বিধান।

বার্ষিক নিয়মিত অর্থায়নের পাশাপাশি কোরিয়া উন্নয়ন সংস্থার (কোইকা) মাধ্যমে কক্সবাজারে মানবিক কার্যক্রমে সহায়তা করেছে। কোইকা ইউএনএফপিএ’র মাধ্যমে ২.৯৫ মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে ‘কক্সবাজারে কিশোরী ও নারীদের মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনার উন্নতির প্রকল্প’ বাস্তবায়ন করছে। এছাড়া দ.কোরিয়ার একটি বেসরকারি সংস্থার সহযোগিতায় এ বছর ‘রোহিঙ্গা নারীদের জন্য মনো সামাজিক সহায়তা প্রকল্প’ চালু করেছে।

দূতাবাস জানিয়েছে যে, দ.কোরিয়া শরণার্থীদের প্রত্যাবাসনের জন্য বাংলাদেশ এবং মিয়ানমার সরকারের মধ্যে সংলাপকে সমর্থন করে। তারা বিশ্বাস করে যে, যত দ্রুত সম্ভব রোহিঙ্গা শরণার্থীদের তাদের নিজ জন্মভূমিতে নিরাপদ, স্বেচ্ছায়, মর্যাদাপূর্ণ এবং টেকসই প্রত্যাবর্তন হওয়া উচিত।

বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২২
টিআর/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ