ঢাকা, শুক্রবার, ২৭ বৈশাখ ১৪৩১, ১০ মে ২০২৪, ০১ জিলকদ ১৪৪৫

জাতীয়

পুকুরের পানিতে ভাসছিল শতবর্ষী বৃদ্ধার মরদেহ 

ডিষ্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২২
পুকুরের পানিতে ভাসছিল শতবর্ষী বৃদ্ধার মরদেহ 

নীলফামারী: নীলফামারীর ডোমারে পুকুরে ভাসমান অবস্থায় ফুলজান বেগম (১০২) নামের এক মানসিক ভারাসাম্যহীন বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১০ সেপ্টেম্বর) সকালে ডোমার পৌরসভার পূর্ব চিকনমাটি উদায়ন পাড়ার একটি পুকুর থেকে ওই  লাশ উদ্ধার করা হয়।

ডোমার পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড কাউন্সলির কাউছার আলম এ তথ্য নিশ্চিত করেছেন।  

নিহত ফুলজান বেগম উদয়ন পাড়া গ্রামের মৃত নিজামুদ্দিনের স্ত্রী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালের দিকে পুকুরে মাছ ধরতে গিয়ে ভাসমান ওই বৃদ্ধার লাশ দেখতে পান জাহিনুর নামের (৩০) এক যুবক। এসময় তার চিৎকারে এলাকাবাসী ছুটে এসে ওই বৃদ্ধার পরিবারের লোকজনদের খবর দেন। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।  

এলাকাবাসী জানান, ওই বৃদ্ধার দুই ছেলে ও এক নাতি রয়েছে। তার নাতিও মানসিক ভারসাম্যহীন ছিল। সে বাড়ি থেকে বের হয়ে দীর্ঘদিন ধরে নিখোঁজ রয়েছে।  

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী বিষয়টি নিশ্চিত করে বলেন, শুনেছি তিনি একজন মানসিক ভারসাম্যহীন রোগী। রাতের আঁধারে ঘর থেকে বেড়িয়ে ভুল রাস্তায় চলতে গিয়ে ঘটনাটি ঘটতে পারে।

বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা,সেপ্টেম্বর১০, ২০২২  
ইআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।