ঢাকা, শুক্রবার, ১৪ আষাঢ় ১৪৩১, ২৮ জুন ২০২৪, ২০ জিলহজ ১৪৪৫

জাতীয়

লক্ষ্মীপুরে চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২২
লক্ষ্মীপুরে চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার ২

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে চোরাই দুটি মোটরসাইকেলসহ দুই চোরকে গ্রেফতার করেছে পুলিশ।  

বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

 

এর আগে মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) রাতে সদর উপজেলার চরশাহী ইউনিয়নের দাসেরহাট পশ্চিম বাজার থেকে তাদের গ্রেফতার করে চন্দ্রগঞ্জ থানাধীন দাসেরহাট ফাঁড়ি পুলিশ।  

গ্রেফতারকৃতরা হলেন-নোয়াখালী জেলার চরজাব্বার থানার চরবাটা ইউনিয়নের চর রমিজ ভূঁইয়ার হাট গ্রামের আবদুর রহমানের ছেলে মো. শাহজাহান (২২) ও একই এলাকার রুহুল আমিনের ছেলে মো. ওসমান (২১)।

পুলিশ জানায়, শাহজাহান ও ওসমান রাতে দু’টি চোরাই মোটরসাইকেল নিয়ে দাসেরহাট বাজারে অবস্থান করছিলেন- খবর পেয়ে দাসেরহাট ফাঁড়ির পুলিশ সদস্যরা সেখানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। পরে তাদের কাছে থাকা একটি হিরো স্পেন্ডাল ও একটি প্লাটিনা (বাজাজ) মডেলের মোটরসাইকেল জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদে তারা মোটরসাইকেল দু’টি চোরাই বলে পুলিশকে জানান। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় একটি চুরির মামলা দায়ের করে তাদের আদালতে সোপর্দ করে। পরে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোসলেহ্ উদ্দিন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।  

বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ