ঢাকা, শনিবার, ২১ আষাঢ় ১৪৩১, ০৬ জুলাই ২০২৪, ২৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

হবিগঞ্জে নালা নিয়ে সংঘর্ষে আহত ২৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২২
হবিগঞ্জে নালা নিয়ে সংঘর্ষে আহত ২৫

হবিগঞ্জ: হবিগঞ্জ সদর উপজেলায় পানি চলাচলের নালা নিয়ে বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন।  

বুধবার (২১ সেপ্টেম্বর) সকালে উপজেলার রাজিউড়া ইউনিয়নের হুরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

 
স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান বদরুল করিম দুলাল জানান, হুরগাঁও গ্রামে পানি চলাচলের নালা নিয়ে শিরিশ আলী এবং শাহ আলমের গোষ্ঠীর মধ্যে বিরোধ রয়েছে। এর জেরে বুধবার সকালে দেশি অস্ত্র নিয়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে চেয়ারম্যান ও পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করেন। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২৫ জন আহত হন। তাদের আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

সালিশের মাধ্যমে বিষয়টি মীমাংসার উদ্যোগ নিয়েছেন বলেও জানান চেয়ারম্যান।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা জানান, কোনো পক্ষই এ বিষয়ে অভিযোগ দেয়নি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২২
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।