ঢাকা, বুধবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৭ এপ্রিল ২০২৪, ০৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নবাবগঞ্জে পূজারিদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার 

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২২
নবাবগঞ্জে পূজারিদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার 

নবাবগঞ্জ (ঢাকা): ঢাকার নবাবগঞ্জ উপজেলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১৯০টি পূজামণ্ডপের পূজারিদের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ৫০০ কেজি চাল দেওয়া হয়েছে।  

এছাড়াও ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমানের পক্ষ থেকে ৫ হাজার করে নগদ টাকা উপহার হিসেবে দেওয়া পূজারিদের।

 

বুধবার (২৮ সেপ্টম্বর) দুপুরের দিকে উপজেলার আব্দুল ওয়াসেক মিলনায়তনে আলোচনা সভা শেষে পূজারিদের মধ্যে এ উপহার দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দীন আহমেদ ঝিলু।  

এ সময় উপস্থিত ছিলেন ফজলুর রহমান ফাউন্ডেশনের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, উপজেলা ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ আরিফুর রহমান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম শেখ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান কিসমত, শিক্ষাবিদ মানবেন্দ্র দত্ত, বাহ্রা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ড. সাফিল উদ্দিন মিয়া, দেবাশীষ চন্দ, দিলিপ কুমার মণ্ডল প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।