ঢাকা, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩১, ১০ মে ২০২৪, ০১ জিলকদ ১৪৪৫

জাতীয়

টাঙ্গাইলে বাস-মাইক্রো সংঘর্ষ, শিশুসহ নিহত ৬

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪১ ঘণ্টা, অক্টোবর ৬, ২০২২
টাঙ্গাইলে বাস-মাইক্রো সংঘর্ষ, শিশুসহ নিহত ৬

টাঙ্গাইল: ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে একটি যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় শিশুসহ ছয়জন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে বঙ্গবন্ধু সেতু পূর্বপ্রান্তের গোল চক্কর এলাকায় এ ঘটনা ঘটে।

বঙ্গবন্ধু সেতু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, নিহতদের পরিচয় এখনও জানা যায়নি।

জানা গেছে, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা একতা পরিবহনের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। এ সময় টাঙ্গাইল থেকে আসছিল একটি মাইক্রোবাস। ঘটনাস্থলে পৌঁছলে বাস-মাইক্রোর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি বাহনেরই সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই ছয় জনের মৃত্যু হয়। আহত হন অন্তত ৪০ জন।

ওসি শফিকুল ইসলাম জানান, আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহ পাঠানো হয়েছে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৩৪১ ঘণ্টা, অক্টোবর ৬, ২০২২
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।