ঢাকা, শুক্রবার, ২৭ বৈশাখ ১৪৩১, ১০ মে ২০২৪, ০১ জিলকদ ১৪৪৫

জাতীয়

গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুতস্পৃষ্টে প্রাণ গেল নির্মাণ শ্রমিকের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৩ ঘণ্টা, অক্টোবর ৯, ২০২২
গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুতস্পৃষ্টে প্রাণ গেল নির্মাণ শ্রমিকের

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাড়ির গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে ফারুক আহমেদ (৩১) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।  

রোববার (৯ অক্টোবর) সকালে উল্লাপাড়া পৌর এলাকার বারোইয়া মহল্লায় এ ঘটনা ঘটে।

নিহত ফারুক আহমেদ ওই মহল্লার রোস্তম আলীর ছেলে।

উল্লাপাড়া ফায়ার স্টেশনের ওয়্যার হাউস ইন্সপেক্টর সরোয়ার হোসেন জানান, আজ সকালে নিজ ঘরের পেছনে গাছের ডাল কাটছিলেন ফারুক আহমেদ। এ সময় অসাবধনতাবশত ওই গাছটির পাশ দিয়ে টানানো বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে আটকে যান তিনি। ৯৯৯ ফোন পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।  

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, অক্টোবর ৯, ২০২২
এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।