ঢাকা, শনিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৮ মে ২০২৪, ০৯ জিলকদ ১৪৪৫

জাতীয়

আমতলীতে বীর মুক্তিযোদ্ধাদের সনদ-স্মার্ট কার্ড বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৯ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২২
আমতলীতে বীর মুক্তিযোদ্ধাদের সনদ-স্মার্ট কার্ড বিতরণ

বরগুনা: বরগুনার আমতলীতে বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে ডিজিটাল সনদ ও স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে।  

মঙ্গলবার (১৮ অক্টোবর) বিকেল ৩টার দিকে উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হল রুমে এক উদ্বোধনী সভার আয়োজন করা হয়।

 

আমতলী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আয়োজনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পাঠানো ১২৬টি ডিজিটাল সনদ ও স্মার্ট কার্ড এবং ৭৩ জন মৃত বীর মুক্তিযোদ্ধা পরিবারের মধ্যে বিতরণ করা হয়।  

আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত) এসএম সাদিক তানভিরের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বরগুনার জেলা প্রশাসক (ডিসি) হাবিবুর রহমান।  

সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন আমতলী উপজেলা পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মো. মজিবুর রহমান, বরগুনা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুর রশিদ মিয়া, বরগুনা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডিপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. মোতালেব মৃধা, আমতলী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার অ্যাডভোকেট একেএম সামসুদ্দিন শানু, আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুর রহমান।  

সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলার কুকুয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বোরহান উদ্দিন আহম্মেদ মাসুম তালুকদার, চাওড়া ইউপি চেয়ারম্যান আখতারুজ্জামান বাদল খান প্রমুখ।  

সভা শেষে ১২৬ জন জীবিত বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে স্মার্ট কার্ড ও সনদ এবং ৭৩ জন মৃত বীর মুক্তিযোদ্ধার স্বজনদের হাতে আনুষ্ঠানিকভাবে সনদ তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বরগুনা ডিসি হাবিবুর রহমান।

বাংলাদেশ সময়: ২১২৮ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।