ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

জাতীয়

আশুগঞ্জে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪১ ঘণ্টা, নভেম্বর ১, ২০২২
আশুগঞ্জে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু সংগৃহীত ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির (৩৫) মৃত্যু হয়েছে।  

মঙ্গলবার (১ নভেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সালাউদ্দিন খান নোমান বিষয়টি নিশ্চিত করেন।

 

তিনি বলেন, আশুগঞ্জ রেলস্টেশনের পশ্চিম পাশের নতুন ব্রিজের ওপর অজ্ঞাত ট্রেনের কাটা পড়ে মৃত্যু হয় এক ব্যক্তির। স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর ওই ব্যক্তির মৃত্যু হয়। ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের পাঠায়।  

নিহত ব্যক্তির পরিচয় জানতে পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন (পিবিআই) সদস্যরা আঙুলের ছাপ নিতে হাসপাতালের মর্গে যাবে। এখনও মৃত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, নভেম্বর ০১, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।