ঢাকা, শনিবার, ২১ আষাঢ় ১৪৩১, ০৬ জুলাই ২০২৪, ২৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

শ্যামনগরে বড় ভাইয়ের হত্যাকারী ছোট ভাই গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৬ ঘণ্টা, নভেম্বর ৪, ২০২২
শ্যামনগরে বড় ভাইয়ের হত্যাকারী ছোট ভাই গ্রেফতার

সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সোনার মোড়ের মাহমুদপুর গ্রামের শেখ লোকমান হোসেনের ঘাতক মোশারফ হোসেনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

শুক্রবার (৪ নভেম্বর) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা সদর উপজেলার আলীপুর থেকে ডিবি পুলিশের সদস্যরা তাকে গ্রেফতার করে।

পারিবারিক দ্বন্দ্বের জেরে মোশারফ গত ৩০ অক্টোবর সকালে দা দিয়ে তার ভাই শেখ লোকমান হোসেনকে কুপিয়ে হত্যা করে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ জানান, হত্যার ঘটনায় নিহতের ছেলে আলআমিন ঘাতক চাচাকে আসামি করে মামলা করেন। ঘটনার পরপরই এলাকা ছেড়ে যাওয়ায় পুলিশ তাকে গ্রেফতার করতে পারেনি। পরে ডিবি পুলিশ শুক্রবার ভোরে তাকে  আটক করে দুপুরে শ্যামনগর থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
 
স্থানীয় সূত্রে জানা যায়, সোনারমোড় মাহমুদপুর এলাকার দরিদ্র ভ্যান চালক শেখ মুনসুর আলীর বড় ছেলে লোকমান ৩০ অক্টোবর সকালে তার মেজ ভাই মোশারফের হাতে খুন হন। জমি-জায়গা নিয়ে বিরোধ এবং টোটকা-কাবিজ করাসহ পিতামাতার কাছে বিশেষ গুরুত্ব পাওয়ার জেরে প্রতিহিংসা পরায়ণ হয়ে তিনি আপন বড় ভাইকে হত্যা করেন। হত্যার পর এলাকা ছেড়ে পালিয়ে গেলেও ছয় দিনের মাথায় তিনি পুলিশের হাতে ধরা পড়েন।

নিহত লোকমানের বাবা মুনসুর আলী জানান, চার ছেলের মধ্যে মোশারফ বখাটে প্রকৃতির। বিদেশ থেকে স্ত্রীর পাঠানো টাকায় বসে বসে খাওয়ার পাশাপাশি এলাকায় নানা ধরনের অপকর্মের সঙ্গে জড়িত। বড় ছেলেকে কুপিয়ে হত্যার ঘটনায় তিনি মেজ ছেলের সর্বোচ্চ শাস্তির দাবি করেন।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।