ঢাকা, মঙ্গলবার, ২৯ আশ্বিন ১৪৩১, ১৫ অক্টোবর ২০২৪, ১১ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

অবাধ-সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সবার জন্য সমান সুযোগের তাগিদ যুক্তরাষ্ট্রের

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৮ ঘণ্টা, নভেম্বর ৭, ২০২২
অবাধ-সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সবার জন্য সমান সুযোগের তাগিদ যুক্তরাষ্ট্রের

ঢাকা: অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে রাজনৈতিক দলসহ সব অংশগ্রহণকারীদের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির আহ্বান জানিয়েছেন ঢাকায় সফররত মার্কিন উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন আক্তার। তিনটি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান।

সোমবার (৭ নভেম্বর) ঢাকার মার্কিন দূতাবাস এ তথ্য জানায়।

মার্কিন উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন আক্তার আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে রাজনৈতিক দলসহ সব অংশগ্রহণকারীদের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির আহ্বান জানান। এ সময় ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস উপস্থিত ছিলেন।

এদিকে মার্কিন উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী সোমবার পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে মাসুদ বিন মোমেন জানিয়েছেন, তারা দুদেশের দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে সহযোগিতা নিয়ে আলোচনা করেছেন।

এর আগে রোববার (৬ নভেম্বর) এক বৈঠক শেষে আফরিন আক্তার বলেছিলেন, বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সহযোগিতা দেবে মার্কিন যুক্তরাষ্ট্র।

উল্লেখ্য, গত ৫ নভেম্বর রাতে দুদিনের সফরে ঢাকায় আসেন মার্কিন উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন আক্তার।

বাংলাদেশ সময়: ২০৫৭ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০২২
টিআর/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।