ঢাকা, সোমবার, ২৯ আশ্বিন ১৪৩১, ১৪ অক্টোবর ২০২৪, ১০ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

পঞ্চগড়ে ভয়াবহ আগুনে পুড়ল ৫০ দোকান 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২১ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২২
পঞ্চগড়ে ভয়াবহ আগুনে পুড়ল ৫০ দোকান 

পঞ্চগড়: গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পঞ্চগড় সদর বাজারে প্রায় অর্ধশতাধিক দোকানঘর পুড়ে গেছে। এদিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট (পঞ্চগড়, আটোয়ারি, বোদা ও তেতুলিয়া) প্রায় একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

 

শুক্রবার (১১ নভেম্বর) দিনগত গভীর রাতে পঞ্চগড় সদর বাজারে এ দুর্ঘটনাটি ঘটে। এতে কোটি টাকার ক্ষয়ক্ষতি হতে পারে বলে ব্যবসায়ীরা ধারণা করছেন।

জানা যায়, শুক্রবার ছুটির দিন থাকায় বাজারে লোকজন তেমন ছিল না। দ্রুত দোকান বন্ধ করে বাড়ি ফিরে যান ব্যবসায়ীরা। হঠাৎ রাতে পঞ্চগড় বাজারের উত্তর অংশে মুড়ি, মুরগি, শুটকি ও চুড়িপট্টিতে আগুন লাগে।
আগুন লাগার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় পঞ্চগড় ফায়ার সার্ভিস। আগুনের দাবদাহ বাড়তে থাকলে আরও তিনটি ইউনিট যুক্ত হয়। প্রায় এক ঘণ্টা পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের সদস্যরা।  

পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুল হক বাংলানিউজকে বলেন, ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের সহায়তায় পঞ্চগড় বাজারের ভয়াবহ এ অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এতে অর্ধশতাধিক দোকান পুড়ে গেছে। আমরা ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জরিপ করে দেখবো নির্দিষ্টভাবে কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ধারণা করা হচ্ছে সর্ট সার্কিট থেকে দোকানগুলোতে আগুন লাগতে পারে। আমরা সব সময় ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের পাশে রয়েছি।

বাংলাদেশ সময়: ১০১৯ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২২
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।