ঢাকা, বৃহস্পতিবার, ২০ আষাঢ় ১৪৩১, ০৪ জুলাই ২০২৪, ২৬ জিলহজ ১৪৪৫

জাতীয়

রামগতিতে ২ ইটভাটা মালিককে জরিমানা, চিমনি বিনষ্ট 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩১ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২২
রামগতিতে ২ ইটভাটা মালিককে জরিমানা, চিমনি বিনষ্ট 

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগতিতে অভিযান চালিয়ে দুইটি অবৈধ ইটভাটা মালিককে ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।  

বুধবার (১৬ নভেম্বর) দুপুরের দিকে উপজেলার চরআফজল এলাকায় এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল হাসনাত খান।

 

জানা গেছে, দুপুরে ওই এলাকায় অভিযান চালিয়ে লাইসেন্সবিহীন তিশা ব্রিকস ও আমরি ব্রিকস মালিককে ১ লাখ করে ২ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া পানি দিয়ে ভাটার আগুন নিভিয়ে দেওয়া হয় এবং চিমনিগুলো ভেঙে বিনষ্ট করে দেওয়া হয়।  

অভিযানকালে লক্ষ্মীপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হারুন-অর-রশিদ পাঠান অংশ নেন। এতে রামগতি থানা পুলিশ ও ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মীরা সহযোগিতা করেন।  

রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম শান্তুনু চৌধুরী বাংলানিউজকে অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।  

তিনি বলেন, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইনে অভিযান চালানো হয়েছে। অবৈধ ভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।  


বাংলাদেশ সময়: ১৭৩০  ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।