ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

মুক্তমত

নাঈম চান মানুষের স্বার্থ নিয়ে ভাববে এমন মেয়র

কটিয়াদী থেকে নাঈম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৮ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৫
নাঈম চান মানুষের স্বার্থ নিয়ে ভাববে এমন মেয়র

কিশোরগঞ্জের কটিয়াদী পৌরসভা একটি জনবহুল এলাকা। এ পৌরসভায় মোট ভোটার সংখ্যা ২৪ হাজার ৬শ ৮৪ জন।

এর মধ্যে পুরুষ ভোটার ১২ হাজার ৬শ ৩৫ জন ও নারী ভোটার ১৩ হাজার ৩শ ২২ জন।

এই প্রথম স্থানীয় সরকার (পৌরসভা) নির্বাচনে দলীয় প্রতীকে নির্বাচন হওয়ায়, সব মহলেই রয়েছে দারুণ কৌতুহল। হোটেল, চায়ের স্টল, রাস্তাঘাট, মার্কেটসহ সবার মনে একটি প্রশ্ন ঘ‍ুরপাক খাচ্ছে, কে হচ্ছেন পরবর্তী মেয়র!

এ নিয়ে কটিয়াদী পৌরবাসীর ভাবনার শেষ নেই। তবে আমরা কটিয়াদী বাসী তাকেই মেয়র হিসেবে চাই, যিনি মেয়র হিসেবে দায়িত্বশীলতা ও জবাবদিহিতার পরিচয় দেবেন।

এমন পৌরপিতা যিনি দল ও ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার হয়ে কাজ করবেন ও পৌরবাসীর সুখ-দুঃখে পাশে থাকবেন। যিনি গড়ে তুলবেন একটি পরিষ্কার, দুর্নীতি ও সংঘাতমুক্ত পৌরসভা।  

কটিয়াদী বণিক পাড়া, পশ্চিম পাড়া, পূর্ব পাড়াসহ জনবহুল রাস্তাগুলো বছরের বেশিরভাগ সময় পানির নিচে নিমজ্জিত থাকে ফলে বাসিন্দাদের চলাচলে কষ্টের অন্ত থাকে না। সেদিকে নজর দিতে হবে।

সবশেষে এমন মেয়র চাই, যিনি ব্যক্তি স্বার্থের চেয়ে মানুষের স্বার্থে কাজ করবেন।

ছাইদুর রহমান নাঈম   
উপজেলা: কটিয়াদী
জেলা: কিশোরগঞ্জ   

বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৫
এসএস

** ডোমারের মামুনের চাওয়া ‘চরিত্রবান’ মেয়র

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।