ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

নয়াপল্টনে বিএনপির প্রতিবাদ সমাবেশ, সতর্ক পুলিশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩১ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২২
নয়াপল্টনে বিএনপির প্রতিবাদ সমাবেশ, সতর্ক পুলিশ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ | ছবি: ডিএইচ বাদল

ঢাকা: কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আটক নেতৃবৃন্দের মুক্তির দাবিতে বিএনপির প্রতিবাদ সমাবেশ শুরু হয়েছে।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দুপুর ২টায় নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।

এতে প্রধান অতিথি হিসেবে রয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। সভাপতিত্ব করছেন বিএনপি ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আমান উল্যাহ আমান।

প্রতিবাদ সমাবেশকে ঘিরে বিএনপি কার্যালয়ের সামনের রাস্তা নাইটিংগেল-ফকিরাপুলের মোড় বন্ধ রয়েছে। অপ্রীতিকর ঘটনা এটাতে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

গত ১০ ডিসেম্বর বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ থেকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম, সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীসহ গ্রেফতার নেতাকর্মীদের মুক্তির দাবিতে এই প্রতিবাদ সমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়।

বাংলাদেশ সময়: ১৪২৬ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২২
টিএ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।