ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

রাজনীতি

ফেনীতে যুবদলের বিক্ষোভ মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩১ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৩
ফেনীতে যুবদলের বিক্ষোভ মিছিল

ফেনী: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিণী জোবায়েদা রহমানের নামে মিথ্যা মামলায় গ্রেফতারি পরোয়ানা ও সম্পদ ক্রোকের আদেশের প্রতিবাদে ফেনী জেলা যুবদলের বিক্ষোভ মিছিল-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ জানয়ারি) বিকেলে ফেনী জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি বেলাল হোসেন ও সাধারণ সম্পাদক নাসির খন্দকারের নেতৃত্বে জেলা বিএনপির অস্থায়ী কার্যলয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে ইসলামপুর রোড, জেবি রোড হয়ে আবার বিএনপির কার্যলয়ের সামনে গিয়ে শেষ হয়।

মিছিল শেষে সমাবেশে ফেনী পৌর যুবদলের আহ্বায়ক জাহিদ হোসেন বাবলুর সঞ্চালনায় বক্তব্য দেন ভারপ্রাপ্ত সভাপতি বেলাল হোসেন ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খন্দকার।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২২
এসএইচডি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।