ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

রাজনীতি

পিরোজপুরে ছাত্রলীগের ৩ নেতাকে শোকজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০১ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৩
পিরোজপুরে ছাত্রলীগের ৩ নেতাকে শোকজ

পিরোজপুর: পিরোজপুরে ৩ ছাত্রলীগ নেতাকে শোকজ করা হয়েছে।

শুক্রবার (২০ জানুয়ারি) রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জেলা ছাত্রলীগের ওই তিন নেতাকে শোকজ করেছে।

শোকজ পাওয়া নেতারা হলেন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি বারী তালুকদার জায়েন, যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ মাঈন ও সাংগঠনিক সম্পাদক জাকারিয়া ইমতিয়াজ শুভ।

বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, শোকজ পাওয়া ওই তিন নেতার বিরুদ্ধে সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে উঠেছে। আর এ অভিযোগের ব্যাপারে তাদের বিরুদ্ধে কেন পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে না, এ মর্মে আগামী সাত দিনের মধ্যে সংগঠনের কেন্দ্রীয় কমিটির কাছে লিখিত জবাব দিতে জেলা কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।