ঢাকা, শুক্রবার, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ৩০ মে ২০২৫, ০২ জিলহজ ১৪৪৬

রাজনীতি

করিডোর, স্টারলিংক— এসবের দরকার নেই: মির্জা আব্বাস 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২৬, মে ২৮, ২০২৫
করিডোর, স্টারলিংক— এসবের দরকার নেই: মির্জা আব্বাস  ইনসেটে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস

ঢাকা: করিডোর, স্টারলিংক — এসবের দরকার নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

বুধবার (২৮ মে) বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির তিন অঙ্গ ও সহযোগী সংগঠন আয়োজিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, আজ সারা দেশের তরুণদের ঐক্যবদ্ধ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ যে তরুণেরা এই সমাবেশের মাধ্যমে যে বার্তা দিচ্ছেন, এতে আমি অনেক খুশি। কারণ এই বয়স যখন আমার ছিল তখন স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম। সে কথা আবার স্মরণ করিয়ে দিলেন আপনারা।  

তিনি বলেন, বর্তমানে যে সরকার আছে, তাদের কাছ থেকে ৯ মাসে সবচেয়ে বেশি পেয়েছি অবজ্ঞা। বিএনপি গত ৯ মাসে শুধু অবজ্ঞা বাদে কিছু পায়নি।  

মির্জা আব্বাস বলেন, আমি একটি কথা বলতে চাই, এই সরকারের বেশির ভাগ কিন্তু এদেশের নাগরিক নন। তারা আজ অনেক কিছু করার কথা বলছেন। আমি বলতে চাই, আপনাদের এসব করতে হবে না। করিডোরে কী সুবিধা বা অসুবিধা, তা আমাদের জানার দরকার নাই। আমি এর আগেও বলেছিলাম, সেন্টমার্টিন ও সাজেকে কী হচ্ছে তা যেন সরকার ক্লিয়ার করে।

তিনি বলেন, আজ যে করিডোর বা স্টারলিংক- এসবের কথা বলছে এই সরকার। এসব আমাদের দরকার নেই। আমরা কি স্টারলিংক ছাড়া এত দিন চলতে পারিনি। আজ এটা কেন লাগছে। কারণ মিয়ানমারের আর্মিদের জন্য যে এই করিডোরের ব্যবস্থা করা হচ্ছে, সে জন্যই এই স্টারলিংক, এ ছাড়া কিছু না।  

তিনি আরও বলেন, গত ৯ মাসে এই সরকার কিছুই করতে পারেনি। আমরা যখনই নির্বাচনের কথা বলি তারা সংস্কার ও বিচারের কথা বলে। যে সংস্কার আপনারা ৯ মাসে করতে পারেননি তা আগামী ৯ বছর কেন, ৯০ বছরেও করতে পারবেন না। এই ৯ মাসে সরকারের মাথা থেকে পা পর্যন্ত পচন ধরে গেছে।   

ইএসএস/ টিএ/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।