ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

স্থানীয় সরকার নির্বাচন: মনোনয়ন ফরম বিতরণ করবে জাপা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫১ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২৩
স্থানীয় সরকার নির্বাচন: মনোনয়ন ফরম বিতরণ করবে জাপা

ঢাকা: স্থানীয় সরকারের বিভিন্ন উপজেলা পরিষদ, পৌরসভা, ইউনিয়ন পরিষদ ও উপ-নির্বাচনের ভোট গ্রহণ আগামী ১৬ মার্চ  অনুষ্ঠিত হবে। এসব নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন ফরম বিতরণ করবে জাতীয় পার্টি (জাপা)।

শনিবার (২৮ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে দলটি।

এতে বলা হয়, নির্বাচন জাতীয় পার্টি দলীয় মনোনয়ন ফরম বিতরণ করবে ১ থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত। জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয় থেকে প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত এই ফরম বিতরণ করা হবে।

বিজ্ঞপ্তিতে আগামী ১৬ মার্চ অনুষ্ঠিতব্য নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক প্রার্থীদের দলীয় মনোনয়নপত্র নির্ধারিত সময়ের মধ্যে সংগ্রহের জন্য বলা হয়। তবে, ৩ ও ১০ ফেব্রুয়ারি শুক্রবার মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রম বন্ধ থাকবে।

উল্লেখ্য, নির্বাচন কমিশসের ঘোষিত তফসিল ঘোষণা অনুযায়ী আগামী ১৯ ফেব্রুয়ারি মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ এবং ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ১৬ মার্চ।

বাংলাদেশ সময়: ১৩৫১ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২৩
এসএমএকে/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।