ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

রাজনীতি

ছিনতাইকারীর ছুরিতে পার্বত্যমন্ত্রীর এপিএস আহত

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০২৩
ছিনতাইকারীর ছুরিতে পার্বত্যমন্ত্রীর এপিএস আহত

ঢাকা: রাজধানীর বেইলি রোডের পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং-এর বাসভবন থেকে দাপ্তরিক কাজ শেষে ফার্মগেট নিজ বাসায় ফেরার পথে তার এপিএস সাদেক হোসেন চৌধুরী ছিনতাইকারীর কবলে পড়েন।  

বৃহস্পতিবার রাত ১১টায় এ ঘটনা ঘটে।

মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজুয়ান খান জানিয়েছেন, এপিএসকে বহনকারী গাড়িটি কারওয়ান বাজার সার্ক ফোয়ারা অতিক্রম করার সময় এক ছিনতাইকারী এপিএসের হাতে থাকা মোবাইল ফোন ধরে টান দেয়। এপিএস এ সময় ছিনতাইকারীকে বাধা দিলে ছিনতাইকারী তার হাতে ছুরির আঘাত করে পালিয়ে যায়। তিনি স্কয়ার হাসপাতালে চিকিৎসা নেন।

বাংলাদেশ সময়: ১০৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০২৩
এমআইএইচএসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।